ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, যুবক আটক

প্রকাশিত: ০০:৫৮, ২৮ জুন ২০২০

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৭ জুন ॥ চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নে চতুর্থ শ্রেণীর ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শনিবার দুপুরে ছাত্রের বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় সোলাইমান সরদার নামে একজনকে আসামি করে মামলা নেয়ার জন্য আবেদন করেছেন। এদিন বিকেলে পুলিশ মামলায় অভিযুক্ত সোলাইমান সর্দারকে গ্রেফতার করেছে। সোলাইমান ৫নং ওয়ার্ডের শাহজাহান সর্দারের ছেলে। এজাহার ও ছাত্রের ভাষ্যমতে, ১৮ জুন রাতে ওই ছাত্র স্থানীয় আনন্দবাজার চৌমুহনীর কাসেমের দোকানে মায়ের জন্য ওষুধ কিনতে যায়। ওষুধ নিয়ে বাড়ি ফেরার কালে তাকে একা পেয়ে প্রতিবেশী সোলাইমান তাকে মুখ চেপে জোর করে রাস্তার পাশের আবদুস সাত্তারের বাড়ির বাগানে নিয়ে মুখ-হাত বেঁধে জোরপূর্বক বলাৎকার করে। শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে এবং সুস্থ হয়ে থানায় মামলা নেয়ার আবেদন করে। চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, এ ঘটনায় অভিযুক্ত সোলাইমানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
×