ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

প্রকাশিত: ১৩:৫৯, ২৭ জুন ২০২০

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উজিরপুর উপজেলার ইউনুস হাওলাদার (৫০) ও এরআগে রাত সোয়া নয়টার দিকে নগরীর রূপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫) মৃত্যুবরণ করেছেন। মৃত দুইজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, এনিয়ে করোনার বর্তমান পরিস্থিতে শেবাচিম হাসপাতালে ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে ৩৬ জন করোনা পজেটিভ ছিলেন। সূত্রমতে, জেলায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন।
×