ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরে করোনার একদিনেই আক্রান্ত ৬২ জন

প্রকাশিত: ১৩:২৭, ২৭ জুন ২০২০

রাজশাহী নগরে করোনার একদিনেই আক্রান্ত ৬২ জন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ক্রমেই বিস্তার লাভ করছে করোন সংক্রমণ। এ জেলায় গত২৪ ঘণ্টায় আরো ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে পুলিশ, র‌্যাব সদস্য, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৬২ জনই রয়েছেন নগরের। বাকি চারজনের বাড়ি জেলার বাগমারা ও চারঘাট উপজেলায়। নতুন ৬৬ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৪৭৭ জনে। আর নগরীতে আক্রান্ত সংখা ৩৩৫ জন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) এবং হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে শুক্রবার তাদের নমুনা পরীক্ষার পর রাতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে হাসপাতাল ল্যাবে রাজশাহীর ৬০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে ৫৮ জনই রাজশাহী মহানগরীতে। বাকি দুইজন চারঘাট উপজেলার। শনিবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে মোট ১৫২টি নমুনার রিপোর্ট হয়েছে। এর মধ্যে পাঁচটি নমুনা বাতিল হয়। ফলাফল এসেছে ১৪৭ নমুনার। এর মধ্যে ৬০টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর্মী, পুলিশ ও চিকিৎসা কর্মীসহ সাধারণ মানুষ রয়েছেন।
×