ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১২:৪৫, ২৭ জুন ২০২০

নীলফামারীতে নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলা নতুন করে আরও ২ জন পজিটিভ শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৮ জুনের প্রেরিত রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। ২ জন নতুন করোনা পজিটিভের মধ্যে নীলফামারী পৌরসভার পূর্ব কুখাপাড়ার এক নারী ও ডোমার পৌরসভার চিকনমাটি এলাকার এক ব্যক্তি। সূত্র মতে, এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো মোট ৩২৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১০২, জলঢাকা উপজেলায় ৬৪, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪৬, ডোমার উপজেলায় ৩৮ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন।
×