ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাঃ এজাজের আত্মোপলব্ধি

প্রকাশিত: ০০:১৫, ২৪ জুন ২০২০

ডাঃ এজাজের আত্মোপলব্ধি

সংস্কৃতি ডেস্ক \ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক-চলচ্চিত্রের নিয়মিত মুখ হিসেবে রঙিন ভুবনে পরিচিত অভিনেতা ডাঃ এজাজ। তবে এই করোনাকালে ভীষণ মনোকষ্টে ভুগছেন তিনি। কারণ, তিনি রোগীকে চিকিৎসা দিতে প্রায় তিনমাস চেম্বারে যেতে পারছেন না। শুধু টেলিফোনে যতটুক সেবা দেয়া যায় সেটাই করছেন। এটি নিয়েও তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, রোগীর সেবা দিতে প্রায় ২০ বছর ধরে চেম্বারে যাই। কিন্তু এই করোনাময় সময়ে যেতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে। চারদিকের ভয়ে আটকে আছি। আর টেলিফোনে কতটুকু সেবা দেয়া যায়, বলেন? বিরক্ত লাগে, তবুও রিসিভ করি। বাসায় বসে এভাবে সেবা দেয়া যায়! আর টেলিমেডিসিন আমার কাছে সন্দেহজনক মনে হয়। আমার দুই মেয়ে ডাক্তার আর বড় ছেলে ফাইনাল ইয়ারে পড়ে। ছেলে-মেয়েসহ বৌ চেম্বারে যেতে দিতে চায় না। আটকে দেয়, প্রতিবাদ জানায়। শূটিং বিষয়ে তিনি বলেন, অভিনয়কে ভীষণ ভালবাসি। মাঝে কিছু মন্ত্রণালয়ের কাজ করেছি। ৩ দিন একটি সিরিয়ালের শূটিংও করেছি। তবে আর না। এখন রোগী থেকে ও শূটিং থেকে পালিয়ে বেড়াচ্ছি বলতে পারেন। তবে প্রধান কষ্ট এই, রোগীর সামনাসামনি সেবা দিতে পারছি না। আশা করছি, সব ঠিকঠাক হয়ে যাবে।
×