ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেরাটা মনের মতো হলো না লিভারপুলের

প্রকাশিত: ০০:৫৮, ২৩ জুন ২০২০

ফেরাটা মনের মতো হলো না লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ পরিবেশ স্বাভাবিক থাকলে তিন মাস আগেই শিরোপা জয়ের উল্লাস করতে পারত লিভারপুল। কিন্তু ঘাতক করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় তা হয়নি। ১০০ দিন পর আবারও মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ। এর আরও তিনদিন পর প্রথমবার মাঠে নামে দ্য রেডসরা। কিন্তু ফেরাটা প্রত্যাশা মতো হয়নি তাদের। রবিবার রাতে মার্সিসাইড ডার্বিতে স্বাগতিক এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সফরকারী লিভারপুল। ম্যাচটি হেরেও যেতে পারতেন সডিও মানে-ফিরমিনোরা। কিন্তু শেষদিকে ব্রাজিলিয়ান গোলরক্ষক এ্যালিসন বেকার দলকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন। এই ড্রয়ে শিরোপা জয়ের উৎসব কিছুটা বিলম্বিত হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। আরেক ম্যাচে পিছিয়ে পড়েও স্বাগতিক এ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। বর্তমানে ৩০ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি। সোমবার রাতের ম্যাচের আগে ২৯ খেলায় ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এভারটনের মাঠ গুডিসন পার্কে বরাবরই নড়বড়ে লিভারপুল। এবারও সেই গেরো ভাঙ্গতে পারেননি জার্গেন ক্লপের শিষ্যরা। তবে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেন সফরকারী ফুটবলাররা। কিন্তু কার্লো আনচেলোত্তির শিষ্যদের রক্ষণদেয়াল ভাঙ্গতে পারেননি মোহাম্মদ সালাহবিহীন ফিরমিনো-মানেরা। উল্টো শেষদিকে গোল হজম করতে বসেছিলেন তারা। কিন্তু সে যাত্রায় দলকে বাঁচান এ্যালিসন। পুরো ম্যাচেই দারুণ সব সেভ করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ম্যাচ শেষে তাই এ্যালিসন বেকারকে আলাদাভাবে প্রশংসা করেছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। তিনি বলেন, এ্যালিসন কেন বিশ্বসেরা সেটা আরেকবার প্রমাণ করেছে। প্রতিপক্ষ এভারটনকেও বাহবা দিয়েছেন জার্মান কোচ ক্লপ। বলেন, পয়েন্ট পাওয়ার যোগ্য এভারটন। তারা অসাধারণ খেলেছে। লিভারপুল ব্যর্থ হলেও নিজেদের প্রত্যাবর্তন ম্যাচে জয় পেয়েছে চেলসি। ঘুরে দাঁড়িয়ে অবনমন অঞ্চলের দল এ্যাস্টন ভিলাকে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রথমার্ধে পিছিয়ে পড়া চেলসিকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ। দুই মিনিট পর দলকে এগিয়ে নেন অলিভিয়ের জিরুদ। এর ফলে টানা চার ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে ব্লজুরা। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে লীগ স্থগিতের আগে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে তারা এভারটনকে হারিয়েছিল ৪-০ ব্যবধানে। গত ডিসেম্বরে প্রথম লেগের দেখায় ২-১ গোলে জেতা চেলসি অধিকাংশ সময় বলের দখল রেখে খেললেও প্রথমে গোল হজম করে বসে। ৪৩ মিনিটে ভিলার হয়ে গোল করেন কোর্টনি হেউস। বিরতির পর ৬০ মিনিটে চেলসিকে সমতায় ফেরান বদলি হিসেবে নাম পুলিসিচ। দুই মিনিট পর জয়সূচক গোলও পেয়ে যায় চেলসি। গোলটি করেন ফরাসী ফরোয়ার্ড জিরুদ। চেলসির দুটি গোলেই অবদান রাখেন ৩০ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার আসপিলিকুয়েটা। শেষ দিকে সমতায় ফেরার ভাল সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। কিন্তু কাছ থেকে নেয়া দিয়াগো ইয়োটার শট বাইরে গেলে হারের হতাশায় মাঠ ছাড়তে হয় এ্যাস্টন ভিলাকে।
×