ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধেয়ে আসছে ধূলিঝড়!

প্রকাশিত: ২৩:১৭, ২৩ জুন ২০২০

ধেয়ে আসছে ধূলিঝড়!

প্রতিবছর আফ্রিকার উপকূল থেকে সাহারা মরুভূমি হয়ে ধূলো ভর্তি বাতাস এসে বিপত্তি বাধালেও এ বছর বিষয়টি ভয়ানক হতে চলেছে। সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে দেখা গেছে, দীর্ঘ দুই হাজার মাইল লম্বা ভয়ঙ্কর এক ধুলার ঝড় ধেয়ে আসছে। উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে ওই ধূলিঝড়টি অবস্থান করছে। ঝড়টির লেজের অংশ এখনও স্পষ্ট নয়। ফলে যদি সত্যিই এটি সাগর পেরিয়ে এসে পড়ে তাহলে এর আকার হতে পারে প্রায় পাঁচ হাজার মাইল। জানা যায়, প্রায় একসপ্তাহ আগে উপগ্রহ চিত্রে প্রথম ধরা পড়ে যে, আফ্রিকার উপকূল থেকে ধুলার ঝড় আসতে শুরু করেছে। সেই সময়টা প্রায় একসপ্তাহ আগে। এখনও সেই ঝড়ের শেষ অংশ উপকূলেই রয়েছে। তার মানে এটি আকারে মারাত্মক বড়। সাহারা মরুভূমি থেকে ধুলার বিশাল ওই আস্তরণ উত্তর আটলান্টিক মহাসাগর পেরিয়ে ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। ইতোমধ্যেই প্রায় তিন হাজার মাইল পাড়ি দিয়ে বিশাল ধূলিঝড়টি পৌঁছে গেছে ক্যারিবিয়ান সাগরে। দুই-একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভূ-সীমায় প্রবেশ করবে। আফ্রিকার ওপর স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে সাহারান এয়ার লেয়ারটির (এসএএল) উপস্থিতি। এ ধরনের ধূলিঝড় (এসএএল) সাধারণত ভূ-স্তরের ৫ হাজার থেকে ২০ হাজার ফুট উঁচুতে থাকে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার প্রকাশিত ছবিতে দেখা যায় বিশাল ধূলিঝড়টি ক্যারিবিয়ান সাগর ছেয়ে রয়েছে এবং কিছু অংশ ফ্লোরিডার দিকে যাচ্ছে। এছাড়া এর ক্ষুদ্র ক্ষুদ্র আরও কয়েকটি অংশ জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলের দিকেও ধাবিত হচ্ছে। সাহারা মরুভূমিতে আরও একটি ধূলিঝড় সৃষ্টি হয়েছে এবং সেটি ইতোমধ্যেই আটলান্টিকের পূর্বাঞ্চলে পৌঁছে গেছে। -সিএনএন
×