ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলায় করোনা আক্রান্ত জেলা জজকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা

প্রকাশিত: ২৩:৫৪, ২২ জুন ২০২০

ভোলায় করোনা আক্রান্ত জেলা জজকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ জুন ॥ ভোলা জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহামুদুল হকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে সন্ধ্যার পর তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়। ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার তার করোনাভাইরাস শনাক্ত হয়। এদিকে ভোলা জজ কোর্টের কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জানান, তিনি শনিবার থেকে জ্বর, শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। শনিবার রাতে তাকে অক্সিজেন দেয়া হয়। রবিবার দুপুরে তার এক্স-রে করা হয়। রাতে বিশেষ একটি হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
×