ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কোটি ডাউনলোডের’ পথে জার্মান ট্রেসিং অ্যাপ

প্রকাশিত: ১৮:৫৫, ২১ জুন ২০২০

‘কোটি ডাউনলোডের’ পথে জার্মান ট্রেসিং অ্যাপ

অনলাইন ডেস্ক ॥ প্রায় এক কোটি বার ডাউনলোড হয়েছে জার্মানির করোনা ভাইরাস ট্রেসিং অ্যাপ ‘কোভিড-ওয়ার্ন’। ডয়েচ টেলিকম এবং এসএপি নির্মিত অ্যাপটি গত সপ্তাহে উন্মোচনের ২৪ ঘণ্টার মধ্যেই ৬৫ লাখ ডাউনলোডের ফলক পেরিয়েছিল। শুক্রবার দেশটির সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, সবমিলিয়ে ৯৬ লাখ বার ডাউনলোড হয়েছে জার্মানির করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ ‘কোভিড-ওয়ার্ন’। -- খবর রয়টার্সের। কোভিড-১৯ মোকাবেলায় অন্যতম হাতিয়ার ধরা হচ্ছে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপকে। এর সহায়তায় ধীরে ধীরে লকডাউন তুলে দিয়ে অর্থনীতির চাকা সচল করতেও চাইছে অনেক দেশ। এখন পর্যন্ত সেভাবে হাতে কলমে কনট্যাক্ট ট্রেসিং প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। তবে, জার্মানির ট্রেসিং অ্যাপের মাঠ পরীক্ষা ফলাফল বলছে, ৮০ শতাংশ নির্ভুল তথ্য জানাতে পারে অ্যাপটি। দুই মিটার দূরত্বের মধ্যে এসে ১৫ মিনিট সময় ব্যয় করলেই সে তথ্য রেকর্ড করে রাখবে অ্যাপটি। এপ্রিল মাসেই কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ উন্মোচনের কাছাকাছি এসেছিলো জার্মানি। তখন একটি কেন্দ্রীয় সার্ভারে ডেটা মজুদ করার পরিকল্পনা ছিলো দেশটির। গোপনতা বিশেষজ্ঞরা তখন বলেছিলেন, এতে গ্রাহকের ওপর নজরদারির সুযোগ দেওয়া হবে। পরে মডেল পাল্টানোর সিদ্ধান্ত জানায় দেশটি। জার্মানির কোভিড ওয়ার্ন অ্যাপটি যার যার মোবাইল ফোনেই ডেটা জমা রাখবে। কেন্দ্রীয় কোনো ডেটাবেজের উপর নির্ভরশীল নয় অ্যাপটি। অ্যাপটি সম্পর্কে ডেভেলপার প্রতিষ্ঠান এসএপি-এর প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান ক্লেইন বলেছিলেন, “এটি অনেক বড় সাফল্য, এটি পরিমাপ করে, এটি ব্যবহারবান্ধব, এবং এটি সমাজকে সহযোগিতা করে।”
×