ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনের ভ্যাকসিন বাংলাদেশে পাঠানোর অনুরোধ

প্রকাশিত: ০০:৪৬, ২১ জুন ২০২০

চীনের ভ্যাকসিন বাংলাদেশে পাঠানোর অনুরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়ো করোনাভাইরাস নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী চীন ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে দেয়ার অনুরোধ জানিয়েছেন। খবর বাংলানিউজের। শনিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়ো করোনাভাইরাস নিয়ে আলোচনায় বসেন। এরপর বিকেল পৌনে ৪টায় রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়নুল হক সিকদার উইমেন মেডিক্যাল কলেজ, গুলশান শাখাকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধন করেন।
×