ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ২১:২৪, ১১ জুন ২০২০

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবারের মতো বুধবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট এবং সিডিএসইটি ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৯ পয়েন্টে, ১৩৩২ পয়েন্টে এবং ৭৮৭ পয়েন্টে। ডিএসইতে ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮ কোটি ২৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৭১ লাখ টাকার। ডিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪টির বা ৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫টির বা ৫ শতাংশের এবং ২৩৫টির বা ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, গ্লাক্সোমিথক্লাইন, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, সেন্ট্রাল ফার্মা, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মা, ইন্দোবাংলা ফার্মা, গ্রামীণফোন ও এক্সিম ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, পাওয়ার গ্রীড, ফনিক্স ফাইনান্স মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো, একমি ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মা, শাহজিবাজার পাওয়ার, রেকিট বেনকিজার, এক্সিম ব্যাংক ও ইন্দোবাংলা ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা সিমেন্ট, পূবালী ব্যাংক, এসিআই, প্রাইম ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, মতিন স্পিনার্স, সিলভা ফার্মা, এএমসিএল (প্রাণ), লিন্ডে বিডি ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে। সিএসইতে ৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, কমেছে ৮টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×