ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় মানবপাচার চক্রের অন্যতম হোতা এনামুল আটক

প্রকাশিত: ২৩:৫৩, ৩ জুন ২০২০

লিবিয়ায় মানবপাচার চক্রের অন্যতম হোতা এনামুল আটক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ জুন ॥ সালথা থানা পুলিশ লিবিয়ায় মানবপাচার চক্রের অন্যতম হোতাকে আটক করেছে। তার নাম এনামুল হক গাজী (৪২)। মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বল্লভদি ইউনিয়নের আলমপুর গ্রামের কবির শেখের ছেলে কামরুল শেখ লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের গুলিতে নিহত হয়। এ ঘটনায় নিহতের বাবা কবির শেখ বাদী হয়ে সোমবার ৬ জনের বিরুদ্ধে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার ভোররাতে মানবপাচার চক্রের অন্যতম হোতা এনামুলকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে আসামি এনামুল হক নিহত কামরুল শেখকে অবৈধ পথে লিবিয়া পাঠানোর জন্য বাদীর কাছ থেকে টাকা গ্রহণের ঘটনায় জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ২৬ জনের মধ্যে একজনের বাড়ি সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে। সে যাদের প্ররোচনায় লিবিয়ায় পাচার হয়েছিল তাদের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা করে।
×