ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১৪:১০, ১ জুন ২০২০

সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে খন্দকার ছাইদুর ইসলাম শিমুল ( ৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ব্যক্তি সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের খন্দকার শহিদুল ইসলামের ছেলে। জানা যায় , মৃত খন্দকার ছাইদুর ইসলাম শিমুল র্দীঘদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন । ঐ সময় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা পজেটিভ আসে । পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার রাত ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ব্যক্তির বাড়ি সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের । মৃত ব্যক্তি লাশ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা আজ সোমবার সকালে নয়াপুর করবস্থানে দাফন স করেন। নিয়ে সোনারগাঁ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। মোট করোনা রোগীর সংখ্যা ২০৫ জন ও সুস্থ হয়েছেন ৮৩ জন ।
×