ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রসঙ্গ : ভারতীয় বাংলা সিরিয়াল

প্রকাশিত: ১৯:৫৯, ১ জুন ২০২০

প্রসঙ্গ : ভারতীয় বাংলা সিরিয়াল

তৌফিক অপু ॥ লকডাউনের প্রভাব পড়েনি এমন কোন সেক্টর যেন খুঁজে পাওয়া দায়। বিনোদন জগতও এর ব্যতিক্রম নয়। দর্শক নতুন অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকলেও যেন করার কিছুই নেই। পশ্চিম বাংলার বেশকিছু ধারাবাহিক নাটকের মধ্যে করুণময়ী রানী রাসমনি এবং নেতাজি সিরিয়ালটি অন্যতম। যা সে দেশের জি বাংলা চ্যানেলে প্রচারিত হয়। দুই বাংলাতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিক দুটি। আমাদের দেশের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম যেন ভারতীয় চ্যানেল জি বাংলা। দেশীয় চ্যানেলের পাশাপাশি জি বাংলাও যেন অনেকটা জায়গা দখল করে নিয়েছে। এবং সে সূত্র ধরেই জি বাংলায় প্রচারিত ধারাবাহিকগুলো আমাদের দেশের মানুষের মনে ঠাঁই করে নিয়েছে। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্বেই বিনোদন জগত স্থবির হয়ে পড়েছে। কোথাও হচ্ছে না কোন শূটিং। সব কিছুতেই যেন লকডাউন। বাধ্য হয়ে চ্যানেলগুলো পুরনো অনুষ্ঠান প্রচার করছে। যে কারণে দর্শকরা দিন গুনছে কবে প্রচারিত হবে নতুন নতুন পর্ব বা অনুষ্ঠান। বিশেষ করে রানী রাসমনি এবং নেতাজি ধারাবাহিক দুটির দর্শকদের যেন আর তর সইছে না। তারা এখন অনেকটাই ভীত। কারণ তাদের ধারণা এ দুটি সিরিয়াল আর বুঝি এগুবে না। কিন্তু তাদের জন্য সুখবর হলো খুব অল্প সময়ের মধ্যেই আবার শুরু হবে ধারাবাহিক দুটির শূটিং। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে শূটিং নামার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে ঠিক কবে নাগাদ শূটিং শুরু হবে সেই দিন ক্ষণ এখনও ঠিক হয়নি। তাই আপাতত শূটিং শুরু হবে এই ভেবেই সান্ত¡না পেতে হবে।
×