ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে গ্যাসের আগুনে ৪ জন দগ্ধ॥ ঢামেকে ভর্তি

প্রকাশিত: ১৯:২৯, ২৪ মে ২০২০

আড়াইহাজারে গ্যাসের আগুনে ৪ জন দগ্ধ॥ ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের আগুনে ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার আড়াইহাজার বাজারে শাহজালাল মার্কেটের নিচ তলায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়াইহাজার বাজারের শাহজালাল মার্কেটের নিচ তলার সেপটি ট্যাঙ্কের পাশে একটি দোকান ভাড়া নিয়ে চা স্টল তৈরি করেন হরমুজ আলী। প্রতিদিনের মতো চায়ের দোকানের ময়লা আর্বজনা সেপটি ট্যাঙ্কের ঢাকনা খুলে ময়লা ফেলার সময় প্রচন্ড গতিকে গ্যাস বের হয়ে দোকানে আগুন লেগে যায়। এ সময় নোয়াপাড়া গ্রামের দোকানদার হরমুজ (৫০), দোকানে চা খেতে আসা শিবপুর গ্রামের মুনছুর আলী(৫৫), দক্ষিণপাড়া গ্রামের আলম(৫০) ও সড়কে রিক্সায় থাকা কান্দাপাড়া গ্রামের ইব্রাহিম(২৫) শরীরে আগুন লেগে যায়। এ ঘটনা দেখে বাজারের লোকজন তাদের শরীরের আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এ সময়ে তাদের শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখান থেকে গুরুতর দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠনো হয়েছে। আগুনে দোকানের সকল মালামাল পুড়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্র্ভসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হন। আড়াইহাজার ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, প্রথমে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারের আগুন লাগে। পরে আগুন সেপটিক ট্যাঙ্কে ছড়িয়ে পড়ে। এ সময় ট্যাঙ্কের মুখ খোলা ছিল। পরে আমাদের দুইটি ইউনিটের কর্মীরা আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হয়নি। আগুনে চায়ের দোকানদারসহ চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
×