ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক অঙ্গনে সুখবর দেশে অশনি সংকেত!

প্রকাশিত: ২০:১০, ২৩ মে ২০২০

আন্তর্জাতিক অঙ্গনে সুখবর দেশে অশনি সংকেত!

জাহিদুল আলম জয় ॥ আচমকাই সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। মহামারী করোনাভাইরাসের করুণ থাবায় সবকিছুর মতো স্তব্ধ হয়ে যায় নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনও। এখনও অচলাবস্থা পুরোপুরি কাটেনি। তবে আলোর ঝলকানি ঠিকই দেখা দিয়েছে। ১৬ মে জার্মান বুন্দেসলিগা মাঠে গড়ানোর মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে এসেছে প্রিয় ফুটবলাঙ্গনে। ইউরোপের অন্য শীর্ষ লীগগুলোও আসছে জুনে ফের শুরু হতে যাচ্ছে। এই ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, এর ফলে ক্রীড়াবিশ্বের অন্যান্য ইভেন্টও মাঠে ফিরতে উৎসাহিত হবে। কিন্তু বিষয়টি বোধ হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য প্রযোজ্য নয়! যার প্রমাণ সম্প্রতি রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে আন্তর্জাতিক অঙ্গনে খেলা মাঠে গড়াচ্ছে সেখানে বাফুফে ফুটবল মৌসুমই বাতিল করে দিয়েছে। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা অবশ্য বলছে, ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। বুন্দেসলিগা ফেরার মধ্য দিয়ে কেটে গেছে শঙ্কার কালো মেঘ। দেখা দিয়েছে সোনালি সূর্য। দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকাক্সিক্ষত খেলা ফুটবল। দুই মাস পর ফুটবল ফেরায় সবমহলে ফিরে এসেছে স্বস্তি। ফুটবল মাঠে ফিরলেও মানতে হয়েছে রাশি রাশি নিয়ম। যে কারণে ছিল দর্শকহীন ফাঁকা গ্যালারি। লোক সমাগম বলতে কেবল দুই দলের খেলোয়াড়, কোচ, ক্লাব কর্মকর্তা, রেফারি, নিরাপত্তাকর্মী, মেডিক্যাল দল, ফটোগ্রাফার ও সাংবাদিক। জার্মান ফুটবল লীগ (ডিএফএল) কর্তৃপক্ষ আগেই নিয়ম করে দিয়েছে, ৩০০ জনের বেশি লোক মাঠের ভেতর থাকতে পারবে না। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ইতালি থেকে শুরু করে পুরো ফুটবল দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছিল বুন্দেসলিগার ফেরা নিয়ে। অবশেষে মাঠে খেলা গড়ানোর পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অন্য দেশের সব নামী-দামী ফুটবলারদের। বলতে গেলে সারা ফুটবল দুনিয়াই বসেছিল টিভির সামনে। বুন্দেসলিগার পাশাপাশি শুরু হওয়ার অপেক্ষায় আছে আরও তিনটি লীগ। ইতোমধ্যে অবশ্য লীগ শেষের ঘোষণা দিয়ে ফরাসী লীগ ওয়ানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। কিন্তু বাকি তিনটি লীগের খেলা আসছে জুন মাসে শুরু হবে বলে জানা গেছে। এরমধ্যে আগামী ১২ জুন মাঠে গড়াতে যাচ্ছে লিওনেল মেসি-সার্জিও রামোসদের স্প্যানিশ লা লিগার। ইংলিশ প্রিমিয়ার লীগও একই মাসে শুরু করার আশা ইপিএল কর্তৃপক্ষের। আর আগামী ১৫ জুনের পর মাঠে গড়াতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ইতালিয়ান সিরি এ। আন্তর্জাতিক পর্যায়ে এমন সুখবর থাকলেও দেশের ক্রীড়াঙ্গনে বিরাজ করছে চরম স্থবিরতা। মৌসুম বাতিল করে দেশের ফুটবল তো অনিশ্চিত গন্তব্যে পা ফেলেছে। এবারের মৌসুমে শুধু ফেডারেশন কাপ আর পেশাদার লীগের মাত্র ছয় রাউন্ড খেলা হয়েছে। স্বাধীনতা কাপ, পেশাদার লীগের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লীগসহ সব খেলাই বাতিল করা হয়েছে। এর ফলে সবচেয়ে বিপদে পড়েছেন খেলোয়াড়েরা। ফুটবলাররা হতাশা প্রকাশ করে বলেছেন, তারা এখন বেকার হয়ে গেলেন। সবচেয়ে বড় সমস্যা হবে বিশ্বকাপ বাছাই ফুটবলে। লীগ ছাড়া এই যজ্ঞে খেলতে নামলে কেমন ফলাফল হয় সেটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
×