ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল কোর্টে ২০৫ শিশুর জামিন

প্রকাশিত: ২১:৪১, ২২ মে ২০২০

ভার্চুয়াল কোর্টে ২০৫ শিশুর জামিন

স্টাফ রিপোর্টার ॥ ভার্চুয়াল কোর্টের মাধ্যমে জামিন পেল সমাজসেবা অধিদফতরের অধীন ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রে ২০৫ শিশু। ইতোমধ্যে বিশেষ সরকারী ব্যবস্থাপনায় জামিনপ্রাপ্ত ১৩৫ শিশুকে তাদের অভিভাবকের ঠিকানায় পৌঁছে দেয়া হয়েছে। বাকি শিশুদের ঈদের আগেই অভিভাবকের কাছে পৌঁছে দেয়া হবে। অন্যদিকে ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সারাদেশে সব অধস্তন আদালতে ১৮ হাজর ৫৮৫ জন আসামির জামিন হয়েছে। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে। ভার্চুয়াল আদালতের মাধ্যমে শিশুদের জামিনে মুক্ত করতে সমাজসেবা অধিদফতর নানামুখী উদ্যোগ ও যোগাযোগ রক্ষা করে। এ কাজে ‘সুপ্রীমকোর্ট স্পেশাল কমিটি অব চাইল্ড রাইটস’ এর চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের এপিলেড ডিভিশনের বিচারপতি মোঃ ইমান আলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
×