ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পেতে সহায়তা করবে এফবিসিসিআই

প্রকাশিত: ০১:২৫, ২১ মে ২০২০

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পেতে সহায়তা করবে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে সহায়তা করবে বলে জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের সার্বিক বিষয়ে খোঁজখবর এবং ব্যবসায়ীদের পাশে থাকতে বুধবার বিভিন্ন এ্যাসোসিয়েশন ও চেম্বারের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শেখ ফজলে ফাহিম বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সরকারের ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা পেতে সহযোগিতা করছি। আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স ও ভ্যাট কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এছাড়া আগামী তিন বছরের মধ্যে কর্পোরেট ট্যাক্স ২৫ শতাংশ কমানোর জন্য কথা বলেছি। আমদানি ও রফতানির ক্ষেত্রে ট্যাক্স কমানোর বিষয়েও আমরা অর্থ মন্ত্রণালয়ে কথা বলেছি। তারা এ বিষয়ে কাজ করবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমার মনে হচ্ছে বিগত বছরগুলোতে বাজেট নিয়ে যেসব ঝামেলা হয়েছে এবার সেটা হবে না। এজন্য সব সেক্টরের সঙ্গে আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছি এবং সবার পরিকল্পনা নিয়ে আমরা সেই বিষয়গুলো বিভিন্ন মন্ত্রণালয়কে জানাচ্ছি।
×