ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ হাইতিতে প্রথম মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৩, ৬ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস ॥ হাইতিতে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার হাইতিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ৫৫ বছর বয়সী ওই পুরুষ ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো শারীরিক জটিলতায় ভুগছিলেন। ক্যারিবিয়ান সাগরের দেশটিতে করোনায় আক্রান্ত ২১ জনের মধ্যে একমাত্র মৃত্যু এটাই। আক্রান্তের অর্ধেকের বেশি ৪৫ বছরের নিচে। উল্লেখ্য, গত ১৯ মার্চ প্রথম দুজন আক্রান্তের পর কেবল ২১৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। এই মহামারি ঠেকাতে সরকারের চিকিৎসা ব্যবস্থা বারবার সমালোচিত হচ্ছে।
×