ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বস্তি উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে টঙ্গী-সিলেট সড়ক অবরোধ

প্রকাশিত: ১৩:০৯, ২৯ জানুয়ারি ২০২০

বস্তি উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে টঙ্গী-সিলেট সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৮ জানুয়ারি ॥ টঙ্গী স্টেশন রোড এলাকার ব্যাংকের মাঠ বস্তি উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে টঙ্গী-সিলেট রোড অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েক হাজার বস্তিবাসী। এ সময় তারা পুনর্বাসন ছাড়া তাদের বস্তি উচ্ছেদ না করার দাবি জানিয়ে এক প্রতিবাদ সমাবেশেরও আয়োজন করে। সমাবেশে তারা বলেন, রাজউক বস্তি উচ্ছেদ করতে এলে তারা লাশ হবে কিন্তু তারা বস্তি ছাড়বে না। গত ৩০ বছর ধরে তারা এই ব্যাংকের মাঠ বস্তিতে বসবাস করে আসছে। বস্তিবাসীরা সমাবেশে বলেন, পরদেশী লাখ লাখ রোহিঙ্গা যদি বাংলাদেশের মাটিতে অন্ন, বস্ত্র, বাসস্থানের সুবিধা নিয়ে আরাম আয়েশে থাকতে পারে তবে কেন বাংলাদেশের নাগরিকরা তা পারবে না ?
×