ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উশুর ঘরোয়া আসরে বিদেশী জাজ

প্রকাশিত: ০৮:২২, ৮ জানুয়ারি ২০২০

উশুর ঘরোয়া আসরে বিদেশী জাজ

স্পোর্টস রিপোর্টার ॥ চমক দেখালো বাংলাদেশ উশু ফেডারেশন। শহীদ আহসান উল্লাহ মাস্টার জাতীয় চ্যাম্পিয়নশিপে বিদেশী জাজ এনেছে তারা। নেপালের জাজ প্রকাশ লামা এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন। বুধবার ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। উশু ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে চায়না-বাংলা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরুষ ১৬টি ও নারী ১৪টি ওজন ক্যাটাগরিতে ২৯ দলের ৫০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এছাড়া নেপাল উশু ফেডারেশনের সভাপতি বীর বাহাদুর তামাং ও সাধারণ সম্পাদক শেরিং লামা পর্যবেক্ষক হিসেবে এসেছেন ঢাকায়।
×