ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধনীদের কর বাড়ানোর পক্ষে বিল গেটস

প্রকাশিত: ০৯:২২, ৫ জানুয়ারি ২০২০

ধনীদের কর বাড়ানোর পক্ষে বিল গেটস

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও ধনীদের কর বাড়ানোর পক্ষে মত দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ মন্তব্য করেন তিনি। বিল গেটস বলেন, বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ধনীরা। তাদের নানাভাবে পুরস্কৃত করা হচ্ছে। কিন্তু যারা অতিরিক্ত শ্রম দিয়ে ধনীদের সম্পদ বাড়াতে সাহায্য করছেন তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। অবহেলিত এ সব মানুষের জীবনমানের উন্নয়নে ব্যয় করতে ধনীদের করহার বাড়ানো যেতে পারে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস। ব্লুমবার্গ বিলিয়নিয়র্সের সূচক অনুযায়ী, বর্তমানে তার সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৭০ কোটি ডলার।
×