ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাওয়াত দেয়া নিয়ে দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ১১:৪২, ২৬ ডিসেম্বর ২০১৯

দাওয়াত দেয়া নিয়ে দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ ডিসেম্বর ॥ বাবার মৃত্যু বার্ষিকীর দাওয়াত দেয়াকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা গুরুতর। বুধবার বেলা ১০টার দিকে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবর্তী গ্রামের মৃত আবদুল মজিদ ঘরামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মজিদ ঘরামীর বড় ছেলে ফারুক ঘরামী মজলিসের আয়োজন করে এলাকাবাসীকে দাওয়াত দেয়। কিন্তু বিপত্তি বাধে দাওয়াত দেয়াকে কেন্দ্র করে আপন দুই ভাই ফারুক ঘরামী ও খায়রুল ঘরামীর মধ্যে। এরই জের ধরে এক পর্যায়ে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে দুই ভাইয়ের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৩০ জন আহত হয়। মারাত্মক আহত ছরোয়ার মাতুব্বর (৫০), নুরু ঘরামী (৪৫), কাঞ্চন বিবি (৯০), জেসমিন বেগম (৩৫), সাহাবুদ্দিন মাতুব্বর (৪৮) ও রেজাউল মাতুব্বরকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪জনের অবস্থা গুরুতর। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
×