ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেনশন নেবেন না ম্যাক্রো

প্রকাশিত: ০৯:১৭, ২৪ ডিসেম্বর ২০১৯

পেনশন নেবেন না ম্যাক্রো

আগামীকাল বড়দিন। ইউরোপজুড়ে উৎসবের আমেজ। কিন্তু ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো এবং পেনশন সংস্কার কর্মসূচীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এখনও সরকারের সঙ্গে আলোচনায় বসার কোন আগ্রহ প্রকাশ করেনি। বিক্ষোভকারীদের শান্ত করতে ম্যাক্রোঁ রবিবার প্রেসিডেন্ট হিসেবে তার যে পেনশন ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। আইনত একজন ফরাসী প্রেসিডেন্ট দায়িত্ব ছেড়ে দেয়ার পর প্রতি মাসে ৬ হাজার ইউরো পেনশন পেয়ে থাকেন। -রয়টার্স বড়দিন হচ্ছে না নটর ডেমে ফ্রান্সের রাজধানী প্যারিসে পুড়ে যাওয়া নটর ডেম ক্যাথিড্রালে এবার বড়দিনের সমাবেশ হচ্ছে না। ১৮০৩ সালের পর বা দুই শতাব্দীর বেশি সময় পর ক্যাথিড্রালটি এবার বড়দিনের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বছর এপ্রিল ক্যাথিড্রালটি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হয়। এর সংস্কার কাজ এখনও শেষ হয়নি। ফরাসী সরকার আশা করছে ২০২৫ সালের মধ্যে ক্যাথিড্রালটি খুলে দেয়া সম্ভব হবে। -এএফপি
×