ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে নওগাঁ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:০১, ২১ ডিসেম্বর ২০১৯

 বিজয় দিবসে নওগাঁ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ থিয়েটারের উদ্যোগে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁর স্থানীয় মুক্তির মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আয়োজিত উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন নওগাঁ থিয়েটারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ থিয়েটারের উপদেষ্টা আমিনুল করিম সাবু ও চন্দন দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ থিয়েটারের সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নওগাঁ থিয়েটারের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জ্যোর্তিময়ী, তিথি, পূর্ণতা, দিঘি, সাম্য, শাকিব, প্রার্থনা, ববি, আশা, শুভ, সৌম্য, সাম্য, পূজা, অনন্যা ও খাদেমুল ইসলাম। সঙ্গীত পরিচালনায় ছিলেন অখিল সরকার। সঙ্গীত পরিবেশনের পর নওগাঁ থিয়েটারের পরিবেশনায় ‘বনকাব্য’ নাটকটি মঞ্চস্থ হয়। আহসান কবির লিটন রচিত নাটকটি নির্দেশনায় ছিলেন খাদেমুল ইসলাম। ‘বনকাব্য’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শাকিব ইসলাম কাজল, নাজিম উদ্দীন, ফজলে মাহমুদ চাঁদ, দুলাল হোসেন, শফিকুল ইসলাম, শরিফ উদ্দিন নাফিস, ওয়াসিফ মাহমুদ ও খাদেমুল ইসলাম। নাটকের আবহ সঙ্গীত শাকিব রং তুলির পরশে কাজল। নেপথ্য স্মারকে অজয় সরকার। মঞ্চ সজ্জায় নওগাঁ ডেকোরেটর। শব্দ গ্রহণ ভুট্টু সাউন্ড নওগাঁ। প্রযোজনা ও পরিবেশনায় নওগাঁ থিয়েটার, নওগাঁ।
×