ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গীতশিল্পী ও শিক্ষক বাহাউদ্দিন আহামেদ আর নেই!

প্রকাশিত: ১৩:৪৫, ৮ ডিসেম্বর ২০১৯

সঙ্গীতশিল্পী ও শিক্ষক বাহাউদ্দিন আহামেদ আর নেই!

সংস্কৃতি ডেস্ক ॥ না ফেরার দেশে চলে গেলেন দনিয়ার বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাহাউদ্দিন আহামেদ। গত ৪ ডিসেম্বর দিবাগত রাত ১-৩০ মিনিটে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৫৭ বছর। মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৫ ডিসেম্বর বাদ জোহর দনিয়া বড় মসজিদে মরহুমের জানাযার পর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে বাহাউদ্দিন আহামেদের অকাল মৃত্যুতে দনিয়া ও স্থানীয় সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আজাদ, দনিয়া পাঠাগারের সভাপতি মোঃ শাহনেওয়াজ, চন্দ্রকলা থিয়েটারের সাধারণ সম্পাদক এইচ আর অনিক, দনিয়া কচিকাঁচার মেলার মোঃ ইকবালসহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ বাহাউদ্দিন আহামেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তারা। ঢাকার শহরতলী দনিয়াতে বসবাসকারী বাহাউদ্দিন আহামেদ। আজীবন গজল ও নজরুল সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন। তিনি সুরসাগর ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বর্ণমালা স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। বাহাউদ্দিন আহামেদ দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতিম-লীর সদস্য হেলালউদ্দিনের ভাই। পরিবার সূত্রে জানা যায়, বাহাউদ্দিন অসুস্থ বোধ করলে তাকে রাতেই স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জানান, হাসপাতালে পৌঁছার পূর্বেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
×