ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রুপ থিয়েটার দিবস কাল

প্রকাশিত: ০৮:৫৩, ২৮ নভেম্বর ২০১৯

 গ্রুপ থিয়েটার দিবস কাল

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান অনুষজ্ঞ নাটক। আর এই নাটককে আন্দোলন হিসেবে নিয়ে সুস্থ সংস্কৃতি চর্চাকে বেগবান করতে ১৯৮০ সালে গড়ে ওঠে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আগামীকাল ২৯ নবেম্বর গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এদিনটিকে গ্রুপ থিয়েটার দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। বিশেষ এ দিবস উপলক্ষে আগামীকাল দেশব্যাপী বিশেষ কর্মসূচী পালন করবেন ফেডারেশনভুক্ত নাট্য সংগঠনগুলো। এর মধ্যে রাজধানীতে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘গ্রুপ থিয়েটার চর্চা ও আগামীর থিয়েটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আব্দুস সেলিম। এরপর রয়েছে মধ্যাহ্ন ভোজের বিরতি। বিরতির পর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ৪টায় বিশেষ আলোচনা পর্বে ‘অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’ বিষয়ে আলোচনা করবেন ফেডারেশনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। বিকেল সাড়ে ৪টায় শহীদ মিনার থেকে নাট্যকর্মীদের আনন্দ শোভাযাত্রা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে। সন্ধ্যায় রয়েছে নাট্যকর্মীদের মিলনমেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা ভবনের ছাদে এ মিলনমেলা বসবে। এ উৎসবকে ঘিরে নাট্যকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে সংশ্লিষ্টরা বলছেন প্রতিবছর গ্রুপ থিয়েটার দিবস আসে দিবস যায়। ফেডারেশন ঘটা করে এই দিবসও পালন করে। কিন্ত ফেডারেশন নাট্য আন্দোলনে কতটা গতি বাড়াতে পেরেছে বা নাট্য চর্চায় আগের চেয়ে কতটা উন্নতি হয়েছে সে বিষয়ে ভাববার সময় হয়েছে। ফেডারেশনের উদ্যোগে নাট্যবিষয়ক বিভিন্ন আয়োজন করা হলেও মঞ্চ নাটকের দর্শক সঙ্কট কাটছে না।
×