ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাডমিন্টন খেলতে গিয়ে কচুয়ায় বিদ্যুতস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ নভেম্বর ২০১৯

ব্যাডমিন্টন খেলতে গিয়ে কচুয়ায় বিদ্যুতস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৬ নবেম্বর ॥ কচুয়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে রিফাত মজুমদার (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সাকিব নামে আরেকজন আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার পালাখাল মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত রিফাত মজুমদার ও আহত সাকিব বৈদ্যুতিক তার থেকে ব্যাডমিন্টন খেলার জন্য সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে পড়ে। এ সময় দুইজনকে মুমূর্ষু অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পালাখাল মজুমদার বাড়ির জামাল হোসেনের ছেলে নিহত রিফাত ও আহত সাকিব একই গ্রামের সাহজাহান মিয়ার ছেলে। মাদারীপুরে কিশোর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, জেলার রাজৈরে বিদ্যুতপৃষ্ট হয়ে রুবাই খান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবাই একই এলাকার শওকত খানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে পশ্চিম রাজৈর গ্রামের শওকত খানের ছেলে রুবাই খান তার চাচার দোকনের চালের ওপর থেকে লাউপাতা পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে আটকে যায়। এ অবস্থা দেখে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে শুকনা লাঠি দিয়ে আঘাত করে। ফলে রুবাই ঘরের চালের উপর পরে যায়। এ সময় পরিবারের লোকজন রুবাইকে উদ্ধার করে বেলা ১১টার দিকে রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×