মতির সাথে গতি হলে মিলের
মতিগতি রয় যে ভালো দিলের।
রীতির সাথে নীতি যখন রয়
রীতিনীতি তখনই ঠিক হয়।
চালের সাথে চলন ঠিক হলে
চালচলনে ভালোই তবে বলে।
হাসির সাথে খুশি যখন রবে
হাসিখুশি তখন সবাই কবে।
যথার সাথে তথা এসে গেলে
সব শিশুরাই যথাতথা খেলে।
যথাতথা
প্রকাশিত: ০৬:২৪, ২৩ নভেম্বর ২০১৯
শীর্ষ সংবাদ: