ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাবি বিবেচনার আশ্বাস বিসিবির

প্রকাশিত: ১১:৫৮, ২২ অক্টোবর ২০১৯

দাবি বিবেচনার আশ্বাস বিসিবির

স্পোর্টস রিপোর্টার ॥ কম পারিশ্রমিক, সুযোগ-সুবিধার অসঙ্গতিসহ বিভিন্ন দাবিতে সোমবার সব ধরনের ক্রিকেটীয় কর্মকা- থেকে বিরত থাকার সিদ্ধান্তে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশের জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদসহ ৬০ ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ১১ দফা দাবি তুলে ধরেছেন। দাবিসমূহ না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। হঠাৎ করে ক্রিকেটারদের এমন ফুঁসে ওঠায় চলমান জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল), আসন্ন ভারত সফর অনিশ্চিত হয়ে পড়েছে। ২৫ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। এর আগে সঙ্কটের সমাধান না হলে ভারত সফরের অনুশীলন ক্যাম্পও হবে না। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন ক্রিকেটারদের দাবিগুলো নিয়ে বোর্ডে আলোচনা করে বিবেচনা করা হবে। উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান চান বিসিবির দুই পরিচালক আকরাম খান ও জালাল ইউনুসও। এবার এনসিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর কথা থাকলেও বিসিবি সেটা করেনি। এনসিএলে নানাবিধ নিয়ম চাপিয়ে দেয়া হয়েছে যথেষ্ট সুযোগ-সুবিধা না থাকলেও। অনেক আগেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ক্রিকেটারদেরও পারিশ্রমিক বেঁধে দেয়া হয়েছে। এ কারণেই ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন সাকিব, মুশফিক, তামিমরা। তবে জানুয়ারিতে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য যুবা ক্রিকেটারদের এই ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। তবে ক্রিকেটাররা যে কঠোর ভূমিকায় অবস্থান নিয়েছেন, তাতে করে দ্রুত সমাধান না হলে আগামী মাসে ভারত সফরে যাওয়াও অনিশ্চিত হয়ে যাবে। কারণ, আন্দোলনে আসা ৬০ ক্রিকেটারের মুখপাত্র সাকিব জানিয়েছেন জাতীয় দলের অনুশীলসহ আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটে অংশ নেবেন না তারা। এ বিষয়ে পরে বিসিবি সিইও নিজামউদ্দিন বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি এসব বিষয়ে। ক্রিকেটাররা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের বিষয়গুলো জেনে বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করব। পরবর্তীতে এই বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। ক্রিকেটারদের দাবি দাওয়া তো থাকেই, আমাদের চেষ্টা থাকে সেটা ওদের দিয়ে দেয়া। যেকোন সমস্যা বা বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।’ এমন পরিস্থিতিতে ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, ২৪ অক্টোবর থেকে এনসিএলের তৃতীয় রাউন্ড শুরু হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তাই বিষয়টির দ্রুত সমাধান চান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম। তিনি বলেন, ‘ব্যক্তিগত আলাপচারিতায় বেতন ও বিপিএল পারিশ্রমিক আর এনসিএলের ম্যাচ ফি- দু’এক কথা বললেও আগে কখনও বলেনি তারা ভেতরে ভেতরে এতটা অসন্তুষ্ট এবং বড় ধরনের দাবি দাওয়া পেশ করবে। শুধু তাই নয়, সেই দাবি না মানা হলে রীতিমতো ক্রিকেটীয় কর্মকা- থেকে বিরত থাকবে। তারা তাদের দাবি পেশ করেছে। দেখি কালকের মধ্যেই বসে কি করা যায়!’ যেহেতু ক্রিকেটারদের দাবি বেতন-ভাতা, সুযোগ-সুবিধা, জাতীয় লীগ এবং বিপিএলের পারিশ্রমিক বিষয়ে, সেহেতু আকরামের মতোই এ বিষয়টির অতি দ্রুত সমাধান চান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালালও। তবে আগেভাগে না জানিয়েই ক্রিকেটারদের এমন পদক্ষেপে তিনি ক্ষুব্ধতা প্রকাশ করে বলেন, ‘ক্রিকেটারদের দাবি থাকতেই পারে। তারা কোন কথা বলতেই পারে। তবে সেটা বোর্ডের সঙ্গে বসে সেখানেই পেশ করা উচিত ছিল। আমরা তো কিছুই জানি না যে, ক্রিকেটারদের এত রাগ, ক্ষোভ, অভিমান। ক্রিকেটাররা বোর্ডে তাদের দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করে দেখত আগে। তারপর না হয় আল্টিমেটাম দিতে পারত।’
×