ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজেটে অবদান রাখছে সঞ্চয়পত্র

প্রকাশিত: ১১:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বাজেটে অবদান রাখছে সঞ্চয়পত্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উন্নয়নে অংশীদার হতে প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। এমন কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রবিবার (২২ সেপ্টম্বর) সকালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোর উদ্বোধনে তিনি বলেন, জাতীয় বাজেটে বড় অবদান রাখে সঞ্চয়পত্র। তাই এটির আকার বাড়াতে সবাইকে উৎসাহ প্রদানে কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক সামছুন্নাহার বেগম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশেষ এই ব্যুরোর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের সেবা গ্রহিতাদের ভোগান্তি অনেকটা কমবে বলেও আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
×