ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের ওপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫:০৮, ২০ আগস্ট ২০১৯

নীলফামারীতে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের ওপর  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের ওপর আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফান্ডেশন। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময়, ওই কলেজের অধ্যক্ষ মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিসদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, রংপুর রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) সোলায়মান আলী প্রমুখ। আলোচনা সভায় জাতির জনকের বিদ্রোহী আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নীলফামারী কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল হক। পরে অনুষ্ঠানে হেফ্জুল কোরআন প্রতিযোগিতায় (ক,খ,গ) তিনটি গ্রুপের ৯জনের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ। এ ছাড়াও জেলা সদরের ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক পাঠাগারের দুইশত ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
×