ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পেছাবে না, তবে ক্লাবগুলোর অনুরোধে দলবদলের সময় বাড়াবে বাফুফে

প্রকাশিত: ০৭:০৯, ৮ আগস্ট ২০১৯

 পেছাবে না, তবে ক্লাবগুলোর অনুরোধে দলবদলের সময় বাড়াবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার কোরবানীর ঈদের আগের শেষ কর্মদিবসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সিনিয়র ডিভিশন ফুটবল ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক সভায় বসেছিল। উদ্দেশ্য আসন্ন মৌসুমের দলবদল নিয়ে আলোচনা। আগামী ১৬ আগস্ট থেকে দলবদল। সিনিয়র ডিভিশন ক্লাবের প্রায় সব কর্মকর্তাই উপস্থিত ছিলেন এই সভায়। বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনও ছিলেন এই মতবিনিময় সভায়। ক্লাবের কর্মকর্তারা শোকের মাস, ডেঙ্গুসহ আর কয়েকটি কারণে দলবদল পিছিয়ে দেয়ার অনুরোধ করে। তবে বাফুফে দলবদল পেছাতে রাজী হয়নি। তবে ক্লাবগুলোর অনুরোধে দলবদল প্রক্রিয়া দীর্ঘায়িত করতে পারে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আগের ঘোষণা মোতাবেক দলবদল ১৬ আগস্ট থেকেই আরম্ভ হবে। ২১ আগস্টের পরিবর্তে হয়তো আরও ১০-১২ দিন আমরা বাড়িয়ে দিতে পারি ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে।’ এখানেই শেষ নয়, সিনিয়র ডিভিশন ক্লাবগুলো ইতোপূর্বে আর্থিক বিষয়ে অনেক দাবি-দাওয়ার কথা বললেও বাফুফের শীর্ষকর্তাদের সঙ্গে সভায় বসে বেশ নিশ্চুপই ছিল। বাফুফের প্রতিশ্রুত পাঁচ লাখ টাকার মধ্যে গতকাল দুই লাখ টাকার চেক পেয়েছে ক্লাবগুলো। বাকি অর্থ লীগ চলাকালে দেয়া হবে। এই প্রসঙ্গে মহাখালী ক্লাবের মিলন পাশা বলেন, ‘ফুটবলের স্বার্থে আমরা দলবদলে সম্ম§ত হয়েছি। ফেডারেশন প্রতিশ্রুতি দিয়েছে লীগ চলাবস্থায় আমাদের বাকি অর্থ পরিশোধ করবে।’ বৃহস্পতিবারের এই সভায় বাফুফে সদস্য ও ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদও উপস্থিত ছিলেন।
×