ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব বন্ধ টেক্সটাইল মিল চালুর উদ্যোগ

প্রকাশিত: ০৯:১০, ২৩ জুলাই ২০১৯

সব বন্ধ টেক্সটাইল মিল চালুর উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস (বিটিএমসি) কর্তৃক পর্যায়ক্রমে সব বন্ধ টেক্সটাইল মিল চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে কাদেরিয়া টেক্সটাইল মিল পিপিপির আওতায় ওরিয়ন গ্রুপের কাছে হস্তান্তরের লক্ষ্যে ‘ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইল লি.’ ও বিটিএমসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। গত রবিবার রাজধানীর র্যাডিসন হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিটিএমসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ কামরুজ্জামান এবং ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম। পিপিপির মাধ্যমে বিটিএমসির কাদেরিয়া টেক্সটাইল মিলটি ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইলস লিমিটেডের মাধ্যমে পরিচালিত হওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধার অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশই প্রথম পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মাধ্যমে দেশের বন্ধ টেক্সটাইল মিলগুলোকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। বন্ধ এসব মিল পুনরায় চাল হলে এ সব শিল্পপ্রতিষ্ঠানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার পর্যায়ক্রমে দেশের সব বন্ধ টেক্সটাইল মিলগুলো পিপিপির মাধ্যমে চালু করার প্রচেষ্টা করছে।
×