ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে গুগলের ড্রাগনফ্লাই প্রকল্প বাতিল

প্রকাশিত: ০৯:২৪, ২১ জুলাই ২০১৯

 চীনে গুগলের ড্রাগনফ্লাই  প্রকল্প বাতিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনে গুগলের সেন্সরড সার্চ ইঞ্জিন চালুর বিতর্কিত ড্রাগনফ্লাই প্রকল্প বাতিল করা হয়েছে বলে তাদের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে প্রকল্পটি গতবছর বাতিল করা হয়েছে বলে জানানো হলেও তা চালু ছিল বলে গুজব রয়েছে। গুগলের কর্মকর্তা করন ভাটিয়া যুক্তরাষ্ট্রের সিনেট বিচার বিভাগীয় কমিটির কাছে বলেন, আমরা ‘প্রজেক্ট ড্রাগন’ বাতিল করেছি। ড্রাগনফ্লাই প্রকল্প যে শেষ হয়েছে সে সম্পর্কে এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে নিশ্চিত করা হলো বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারনেট মিডিয়া বাজফিড জানিয়েছে। গুগলের একজন মুখপাত্র বাজফিডকে বলেন, এই মুহূর্তে চীনে কোন সার্চ ইঞ্জিন চালুর পরিকল্পনা গুগলের নেই। বিবিসি জানায়, গুগলের এই চীনা সার্চ ইঞ্জিনকে এর আগেই সাবেক এক কর্মকর্তা ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন। ড্রাগনফ্লাই এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষ ব্যবহারকারীদের অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণ করাসহ নাগরিকদের আচরণ পর্যবেক্ষণ করতে পারে বলে অনেকেই এর সমালোচনা করেছেন।
×