ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ জামালের কাছে হার মোহামেডানের

প্রকাশিত: ১২:৩৭, ১১ জুলাই ২০১৯

শেখ জামালের কাছে হার মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার ॥ ক’দিন আগেই দারুণ এক লজ্জার রেকর্ড গড়েছিল ঐতিহ্যবাহী ফুটবল দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সেটা হলো লীগ ইতিহাসে এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ আট হারের রেকর্ড ভেঙ্গে নবম হারের নতুন রেকর্ড গড়া। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই লজ্জার রেকর্ডটি আরও ‘সমৃদ্ধ’ করল মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে তারা ২-১ গোলে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল বিজয়ী দল। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। বুধবার মোহামেডানকে হারিয়ে লীগের দ্বিতীয় পর্বে জয়ে ফিরল তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় জামাল। সাখাওয়াত রনির ছোট পাস ধরে কৌনিক শটে লক্ষ্যভেদ করেন জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (১-০)। ৩০ মিনিটে একক প্রচেষ্টায় বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে চমৎকার মাপা শটে ব্যবধান দ্বিগুণ করেন জামালের আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড এবু কান্তে (২-০)। ৫২ মিনিটে ব্যবধান কমায় সর্বাধিক ১৯ বারের লীগ শিরোপাধারী মোহামেডান। আতিকুর রহমান মিশুর ফ্রি কিকে অধিনায়ক-ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির হেড গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। কাছে থাকা মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে অনায়াসে জাল খুঁজে নেন (১-২)। শেষদিকে দুটি গোল থেকে বঞ্চিত হয় জামাল। ৭৭ মিনিটে কিংয়ের ফ্রি কিক ক্রসবারে লাগে। ৮৭ মিনিটে দিদারুল আলমের শটও ফিরে আসে পোস্টে লেগে। ২০ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে জামাল। ১৯ ম্যাচে দশম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে।
×