ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘মাদ্রিদ সেন্ট্রাল’ প্রকল্প স্থগিতের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৪২, ১ জুলাই ২০১৯

 ‘মাদ্রিদ সেন্ট্রাল’ প্রকল্প স্থগিতের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

স্পেনের রাজধানী মাদ্রিদের নবনির্বাচিত মেয়রের একটি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তার দূষণ সীমাবদ্ধতার নীতি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ করে। পিপলস পার্টি পরিচালিত সিটি হল মাদ্রিদের কেন্দ্রে অধিকাংশ পেট্রোল ও ডিজেলচালিত কার চলাচলের ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত এই বিক্ষোভ উস্কে দিয়েছে। ওই নীতির উদ্দেশ্য ছিল শহরটিতে ইইউ’র বিশুদ্ধ বায়ু নীতি মেনে চলা নিশ্চিত করা। খবর বিবিসির। যেসব চালক এই নিয়ম ভঙ্গ করেন তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। তবে ১৫ জুন দায়িত্ব নেয়া পিপলস পার্টির (পিপি) মেয়র হোসে লুইস মার্টিনেজ আলমেইদা এই প্রকল্প স্থগিত করেছেন। এর আগে গত বছর নবেম্বরে মাদ্রিদের সাবেক বামপন্থী মেয়র এই প্রকল্প চালু করেছিলেন। এদিকে নতুন মেয়রের সিদ্ধান্তকে সিউদাদানোস ও চরম ডানপন্থী ভক্তসহ বেশকিছু রাজনৈতিক দল সমর্থন করেছে। তারা ‘মাদ্রিদ সেন্ট্রাল’ নামে আগের প্রকল্পের বিরোধিতা করছে। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেই শনিবার অসংখ্য বিক্ষোভকারী মাদ্রিদের রাস্তাগুলো বিক্ষোভ করেন। এসময় তারা নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানান। কিছু বিক্ষোভকারী স্লোগান দেন, ‘হ্যাঁ আমরা পারি, আমি মাদ্রিদ সেন্ট্রাল চাই।’ অনেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আসেন। একজনের প্লাকার্ডে লেখা ছিল, ‘আমি মুক্তভাব শ্বাস নিতে চাই।’ ওই প্রকল্পের অধীনে পেট্রোল ও ডিজেলচালিত কারগুলোর পাঁচ বর্গকিলোমিটারের মতো একটি সীমাবদ্ধ এলাকায় প্রবেশ নিষিদ্ধ ছিল। কোন চালক এই নিয়ম ভঙ্গ করলে তাকে ৮০ পাউন্ড জরিমানা দিতে হয়। পরিবেশবিদদের গবেষণায় বলা হয়েছে, এই প্রকল্প বায়ু দূষণের মাত্রা ব্যাপক কমিয়ে এনেছে। ইউরোপিয়ান কমিশন মাদ্রিদকে সতর্ক করে বলেছে, বাতাসের আদর্শ মাত্রা বজায় রাখতে ব্যর্থ হলে তারা নিষেধাজ্ঞার মুখে পড়বে।
×