ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই স্বর্ণ ঢাকার বাইরে

প্রকাশিত: ১১:০২, ২৯ জুন ২০১৯

 প্রথম দিনেই স্বর্ণ ঢাকার বাইরে

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে ঢাকার পল্টনের তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দু’দিনব্যাপী জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন কিক বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। ১৯ জেলার ১১০ ছেলে ও ৪০ মেয়ের অংশগ্রহণে ২ স্বর্ণপদকের লড়াইয়ের মধ্যে প্রথমদিনে ৩টি স্বর্ণের লড়াই নিষ্পত্তি হয়। এগুলোর মধ্যে দুটিই জিতেছে ঢাকার বাইরের নতুন দুই বক্সার। লাইট ওয়েটার ক্যাটাগরিতে পঞ্চগড়ের সবুজ হোসেন স্বর্ণ জেতেন আনসারের রাব্বিকুল ইসলামকে হারিয়ে। এই ক্যাটাগরিতে তাম্রপদক জেতেন খালেদ সাইফুল্লাহ ও এমএম রোকন। লাইট ওয়েটার ক্যাটাগরিতে আরেক লড়াইতে ময়মনসিংহের মাহমুদ জাকারিয়া স্বর্ণ জেতেন আনসারের মাজেদুল রহমানকে হারিয়ে। তাম্রপদক জেতেন মমিনুল বাবু।
×