ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

প্রকাশিত: ০০:০৭, ১৬ জুন ২০১৯

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক ॥ ভারত-পাকিস্তান মানেই এক যুদ্ধ যুদ্ধ ভাব। ক্রিকেটেও ব্যতিক্রম নয়। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট পরাশক্তির ম্যাচ মানেই সমর্থকদের অন্যরকম উন্মাদনা। আর বিশ্বকাপ হলেতো উত্তেজনা আরও বেশি। চলতি বিশ্বকাপে আজ রবিবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট পরাশক্তি। বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে। কিন্ত ভারত-পাকিস্তানের এই আগুনে ম্যাচে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। বৃটেনের সংবাদমাধ্যম জানিয়েছে, আজ রবিবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। দিন গড়ানোর সঙ্গে বৃষ্টি নামার শঙ্কাও বাড়বে। তবে বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টির শঙ্কা আছে। এরপর দুপুর ২টা পর্যন্ত বৃষ্টি নামার সম্ভাবনা খুব কম থাকলেও ৩টা থেকে আবারো বৃষ্টির ইঙ্গিত দিয়েছে বিবিসি। ভারত-পাকিস্তান ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা। ‘আকুওয়েদার’-এর প্রতিবেদন অনুযায়ী তখন আকাশ মেঘলা থাকবে। দুপুরের আগে একবার বৃষ্টি নামার শঙ্কার কথা জানিয়েছে আকুওয়েদার।
×