ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ চার জলদস্যু নিহত

প্রকাশিত: ২২:৩০, ২৯ মে ২০১৯

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ চার জলদস্যু নিহত

অনলাইন ডেস্ক ॥ সুন্দরবনের চাঁপদাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন, যারা জলদস্যু হাসান বাহিনীর সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। আজ বুধবার ভোরে চাঁদপাই রেঞ্জে র‌্যাব-৮ এর সঙ্গে এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মাদ মুফতি মাহমুদ খান বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় জলদস্যু বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টার মতো চলা ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর লাশ উদ্ধার করে র‌্যাব । এ সময় ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
×