ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা, তেলেগু ও তামিল ভাষায় ৩১ মে মুক্তি পাচ্ছে ‘সিতারা’

প্রকাশিত: ০৩:০০, ৯ মে ২০১৯

বাংলা, তেলেগু ও তামিল ভাষায় ৩১ মে মুক্তি পাচ্ছে ‘সিতারা’

অনলাইন ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের অন্যতম সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘সিতারা’। ভারতীয় ছবি ‘সিতারা’তে কাজ করেছিলেন বাংলাদেশের জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। এ চলচ্চিত্রটিতে তাদের সঙ্গে মুখ্য চরিত্রে এসেছেন ওপার বাংলার রাইমা সেন। জানা গেল, ছবিটি একই সঙ্গে মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। আগামী ৩১ মে এটি দেশটির তিনটি প্রদেশে আসবে। ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, ভারতের রাইমা সেন ও বাহুবলীর অভিনীত ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা আশীষ রায়। ছবিটি নিয়ে জাহিদ হাসান বলেছিলেন, ‘‘সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। ওপার বাংলার খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’র প্রেক্ষাপটকে নিয়েই ছবিটির গল্প।’’ এতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে আছেন জাহিদ হাসান। ছবিটির শুটিং হয়েছে ভারতের কোচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনি।
×