ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি শেখ জামাল

প্রকাশিত: ১০:০৬, ৯ মে ২০১৯

 আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি শেখ জামাল

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে দ্বিতীয়পর্বের খেলার সূচনা ঘটবে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের ম্যাচ দিয়ে। ১২ ম্যাচের ১১টিতে জয় এবং একটিতে ড্র করে সর্বোচ্চ ৩৪ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা সে সুনাম অক্ষুণœ রাখতে চায় আজকের খেলায়ও। অপরদিকে প্রথমপর্বে ১২ খেলায় তিনটিতে জয়, চারটিতে পরাজয় এবং পাঁচটিতে ড্র করে ১৪ পয়েন্ট অর্জন করেছে শেখ জামাল। পয়েন্ট টেবিলে ১৩ দলের মধ্যে সপ্তম স্থানে আছে তারা। প্রথমপর্বে নীলফামারীর মাঠে ৩-০ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে জয়ের সূচনা ঘটে স্বাগতিক কিংসের। সে ধারা অব্যাহত রেখে প্রথমপর্বের সমাপ্তি ঘটে একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৬ মে। সে প্রস্তুতিতে শেখ জামাল ঢাকা থেকে নীলফামারী এসে পৌঁছে গত ৪ মে সকালে। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর আগমনবার্তায় পিছিয়ে যায় খেলাটি। সেদিক থেকে টানা পাঁচদিন নীলফামারীর মাটিতে অপেক্ষার পালা ছিল শেখ জামালের খেলোয়াড়দের। একইভাবে কিংসের দলের অপেক্ষার পালা কাটে রংপুরের মাটিতে। ম্যাচের প্রস্তুতিতে বসুন্ধরা কিংস গতকাল বুধবার দুপুরে অনুশীলন করে শেখ কামাল স্টেডিয়ামের মাঠে। এর আগে গত মঙ্গলবার একই মাঠে অনুশীন করেছে শেখ জামালের দল। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, ‘প্রিমিয়ার লীগের ম্যাচ ঘিরে প্রস্তুতির কমতি নেই আমাদের। সবকটি ম্যাচ দর্শক ঢলের মধ্য দিয়েই সার্থক হয়েছিল। তেমনটাই আজকের ম্যাচটিও সার্থক হবে।’ উল্লেখ্য, বসুন্ধরা কিংস তাদের হোম ম্যাচের প্রতিটিতেই জিতেছে। ফলে আজকের ম্যাচে জামালের তাদের হারানোটা হবে খুবই কঠিন ব্যাপার। তাছাড়া প্রথমপর্বে জামালকে তাদের হোম ভেন্যুতে গত ১৮ জানুয়ারির ম্যাচে হারিয়েছিল বসুন্ধরা ১-০ গোলে। আজকেও জামালের বিরুদ্ধে সেই জয়ের ধারা বজায় রাখতে যে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে ‘কিংস’রা, তাতে কোন সন্দেহ নেই।
×