ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাইগারদের সতর্কবার্তা দিল আয়ারল্যান্ড উলভস

প্রকাশিত: ১২:১৫, ৬ মে ২০১৯

 টাইগারদের সতর্কবার্তা দিল আয়ারল্যান্ড উলভস

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশের বোলিংটা ভাল হলো না। সতর্ক সঙ্কেতও পেল বাংলাদেশ বোলাররা। যদিও ম্যাচটিতে বাংলাদেশের আসল কয়েকজন বোলার বিশ্রামে থাকেন। কিন্তু যারা ছিলেন তারাই আয়ারল্যান্ড উলভসকে ডুবিয়ে দেয়ার জন্য যথেষ্ট ছিলেন। জেমস ম্যাককলামের মতো ব্যাটসম্যান একদিনের ম্যাচে প্রথমবারের মতো সেঞ্চুরি (১০২ রান) করেন। সিমি সিংয়ের ব্যাট থেকে ৯১ রানের ইনিংস মিলে। এ দুই ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ড উলভসও ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৭ রান করে। তাসকিন সবচেয়ে বেশি ৩ উইকেট শিকার করেন। রুবেল হোসেন নেন ২ উইকেট। তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে শেষ মুহূর্তে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ঢোকানো হয়েছে। প্রস্তুতি ম্যাচে দুইজনকেই খেলানো হয়েছে। তাসকিনের ভাল গেছে ম্যাচটি। তিনি ১০ ওভার বোলিং করে ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ফরহাদ রেজার খারাপই গেছে বলা চলে। বল হাতে ১০ ওভার বোলিং করে ১ উইকেট নেন ঠিকই, তবে ৬৬ রান দেন। দুইজনই বিশ্বকাপ দলে ঢোকার চেষ্টায় আছেন। বোলিংয়ের সময় মাশরাফি ছিলেন না। সাকিব ম্যাচটিতে নেতৃত্ব দিয়েছেন। সাকিব সর্বশেষ গত বছর ডিসেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। ইনজুরি ছিল। জাতীয় দলের হয়ে প্রায় ৫ মাস পর খেলতে নামলেন সাকিব। সেই ম্যাচটিতেই অধিনায়কত্ব করলেন সাকিব। মাশরাফির সঙ্গে ম্যাচটিতে বোলিং করেননি মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহীও। বিশ্রামে ছিলেন তারা। ম্যাচটিতে টস জিতে আয়ারল্যান্ড উলভস আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। ম্যাচটি ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবে হয়েছে। আগে ব্যাটিং করে দুর্দান্ত ব্যাটিংই উপহার দিয়েছে আয়ারল্যান্ড উলভস। দলটি আয়ারল্যান্ডে ‘এ’ দল। ম্যাচটিতে শুরুতে ৭৯ রানের মধ্যে দুটি উইকেট তুলে নেয়া যায়। দলের ৩৩ রানে ওপেনার জ্যাক টেকটরকে আউট করে দেন রুবেল হোসেন। ৭৯ রানে জেমস শেননকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। এরপর উইকেট পেতে অনেক সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। জেমস ম্যাককলাম অসাধারণ ব্যাটিং করেন। মারমুখী ব্যাটিং করতে থাকেন। একদিনের ম্যাচে সর্বোচ্চ স্কোর গড়ে ফেলেন। প্রথমবারের মতো সেঞ্চুরি করেন। ১০৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রান করেন। সিমি সিংয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়ে আউট হন। রুবেলের বলে আউট হন ম্যাককলাম। তবে এর আগেই দলের স্কোর ২০৩ রানে চলে যায়। ৩৮তম ওভারেই বড় স্কোরের পথে এগিয়ে যায় আয়ারল্যান্ড উলভস। ৪০ ওভারের আগেই সাকিব নিজের ১০ ওভার বোলিং শেষ করে দেন। দুর্দান্ত বোলিংও করেন। ১ মেডেনসহ ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। ম্যাককলাম আউটের পর সিমি সিংও ধুন্ধুমার ব্যাটিং করতে থাকেন। তিনিও ৯৫ বলে ৯১ রানের ইনিংস উপহার দেন। সিমিকে রুখে দেন তাসকিন। ২০৩ রানে গিয়ে যেখানে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড উলভস। সেখানে পরের ৫৩ রানে আরও ৪ উইকেট হারায় স্বাগতিক দল। ম্যাককলাম ও সিমির অসাধারণ ব্যাটিংয়েই এতদূর যেতে পারে স্বাগতিকরা। আর তাতে সতর্কবার্তাও পেয়েছে বাংলাদেশ।
×