ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১২:০১, ৩০ এপ্রিল ২০১৯

পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ এপ্রিল ॥ মহাদেবপুর উপজেলার দড়িয়াপুর গ্রামে একইসঙ্গে পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, দড়িয়াপুর গ্রামের বাসিন্দা অরুন কুমার কুন্ডু (৬৫) ও তার ছেলে চন্দন কুমার কুন্ডু (২৫)। পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার সদরের শিবগঞ্জ মোড়ে ব্যবসা প্রতিষ্ঠান আয়োজিত বনভোজনে খাওয়ার পর তারা নিজ বাড়িতে যায়। বাড়ি যাওয়ার পর পিতা-পুত্র অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরুন। পরে চন্দনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। একই পিকনিকের খাবার খেয়ে সকলে সুস্থ থাকলেও এরা পিতা-পুত্র অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহলের ধারণা ওই পিকনিকে তাদের শুধু পিতা-পুত্রকে হত্যা করার মানসেই তাদের খাবারেই বিষ মিশিয়ে থাকতে পারে। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরাও।
×