ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিয়ার শাসনামলে সামরিক আইনে বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রকাশিত: ১০:০৩, ২৯ এপ্রিল ২০১৯

 জিয়ার শাসনামলে  সামরিক আইনে  বিচারের বৈধতা  চ্যালেঞ্জ করে  হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আইনে সেনা সদস্যদের বিচার ও লাশ গুমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ক্ষতিগ্রস্ত ৮৮ পরিবারের সদস্যদের পক্ষে এ্যাডভোকেট মতিউর রহমান রিট আবেদনটি দায়ের করেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিটের পক্ষে আদালতে শুনানি করবেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। এ্যাডভোকেট মতিউর রহমান জানান, জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আইনে সেনা সদস্যদের বিচার ও লাশ গুমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। রিটে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সাংবাদিকদের বলেন, সপ্তম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানের আমল অবৈধ ঘোষণা করে রায় দেয়া হয়। কিন্তু ওই আমলে যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের জন্য এবং যাদের ফাঁসি হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিটে আবেদন করা হয়।
×