ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে হিজড়াদের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৫৮, ২৪ এপ্রিল ২০১৯

নীলফামারীতে হিজড়াদের উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ছয় উপজেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায় সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পুলিশের আয়োজনে মতবিনিময় সভা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স একাডেমি চত্বরে এই মতবিনিময় সভায় ৫০ হিজড়ার মাঝে একটি করে মূল্যবান শাড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পুলিশ সুপার আশরাফ হোসেনের (পিপিএম) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা পুলিশ হেড কোয়ার্টার্সের জিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার)। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব রংপুর-১৩ এর কমান্ডার অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, রংপুর রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মজিদ আলী (বিপিএম), পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, পাঞ্জেরী পাবলিকেশন্স লি. চেয়ারম্যান কামরুল হাসান শায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান প্রমুখ। এ সময় হিজড়াদের মধ্যে কর্মসংস্থান, স্থায়ী বাসস্থানের জন্য হিজড়া পল্লী ও বিভিন্ন সমস্যা ও সমাধানের দাবি তুলে বক্তব্য রাখেন জেলার হিজড়াদের গুরুমাতা আঙুরী, সকাল, লাবনী ও বর্ষা। তারা আরও জানায় নীলফামারী জেলায় ৫৬৮ হিজড়া বসবাস করে।
×