ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোঃ আনোয়ার হোসেন

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১২:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

পঞ্চম শ্রেণির পড়াশোনা

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারী শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ পদার্থ ও শক্তি ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। তোমাদের জন্য আজ থাকছে অধ্যায় ৫ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা। প্রশ্ন ১। পদার্থ কাকে বলে? উত্তর : যার ওজন আছে, আয়তন আছে ও বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। প্রশ্ন ২। শক্তি কী? উত্তর : কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি। প্রশ্ন ৩। শক্তির ৫ টি রূপের নাম লেখ। উত্তর : শক্তির ৫ টি রূপ হলো - (১) বিদ্যুৎ শক্তি (২) যান্ত্রিক শক্তি (৩) আলোক শক্তি (৪) শব্দ শক্তি (৫) তাপ শক্তি। প্রশ্ন ৪। বায়ু প্রবাহ কোন ধরনের শক্তি? উত্তর : বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি। প্রশ্ন ৫। সকল শক্তির মূল উৎস কী? উত্তর : সকল শক্তির মূল উৎস সূর্য। প্রশ্ন ৬। শক্তির রূপান্তর কী? উত্তর : শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। শক্তির রূপের এ পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। প্রশ্ন ৭। সূর্য থেকে পাওয়া শক্তি কী নামে পরিচিত? উত্তর : সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। প্রশ্ন ৮। উদ্ভিদ খাদ্য তৈরির সময় সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : উদ্ভিদ খাদ্য তৈরির সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্ন ৯। টেলিভিশন চালানোর সময় বিদ্যুৎ শক্তি কী কী শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : টেলিভিশন চালানোর সময় বিদ্যুৎ শক্তি আলোক, তাপ ও রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্ন ১০। কোন যন্ত্রটি সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে? উত্তর : সৌর প্যানেল সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। প্রশ্ন ১১। তাপ সঞ্চালনের উপায় কয়টি ও কী কী? উত্তর : তাপ সঞ্চালনের উপায় তিনটি। যথা - (১) পরিবহন (২) পরিচলন ও (৩) বিকিরণ। প্রশ্ন ১২। কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? উত্তর : কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। প্রশ্ন ১৩। পরিচলন পদ্ধতিতে তাপ কোন কোন পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয়? উত্তর : পরিচলন পদ্ধতিতে তাপ তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। প্রশ্ন ১৪। বিকিরণ কী? উত্তর : যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোন মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই বিকিরণ।
×