ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অটোর রিকসার চাকায় ওড়না পেচিয়ে গৃহবধুর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

অটোর রিকসার চাকায় ওড়না পেচিয়ে গৃহবধুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ আজ মঙ্গলবার বিকালে সাড়ে ৪টার দিকে মাগুরা শহরে অটোর রিকসার চাকায় ওড়না গলায় পেচিয়ে রেশমা আকতার (২৫) নামে এক গৃবধুর গৃহবধুর মৃত্যু হয়েছে । তিনি মাগুরা শহরের পিটিআই পাড়ায় ভাড়া থাকতেন । তার স্বামীর নাম রাব্বি ইসলাম । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় , নিহত রেশমা আকতার অটোরিকসা যোগে জেলাখানায় আটক তার স্বামীকে দেখে ফেরার পথে মাগুরা শহরের ষ্টেডিয়াম এলাকায় অটো রিকসার চাকায় ওড়না গলায় পেচিয়ে গুরুতর আহত হয়। তাকে আংশকাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। রেশমা আকতারের ১০মাস বয়সী একটি মেয়ে রয়েছে ।
×