ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে চার লাখ শেয়ার উপহার দেবেন কোহিনূরের চেয়ারম্যান

প্রকাশিত: ১০:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 স্ত্রীকে চার লাখ শেয়ার উপহার দেবেন কোহিনূরের চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিজ কোম্পানির চার লাখ শেয়ার স্ত্রী আরজুদা করিমকে উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান ওবায়দুল করিম। তারাই উভয়ই কোম্পানিটির পরিচালক হিসেবে রয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিজের নামে থাকা কোহিনূর কেমিক্যালসের ৩৬ লাখ ৭ হাজার ৬২০টি শেয়ারের মধ্যে চার লাখ শেয়ার স্ত্রীর নামে হস্তান্তর করবেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ওবায়দুল করিম। স্টক এক্সচেঞ্জের সম্মতিক্রমে ৩০ কার্যদিবসের মধ্যে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর করবেন তিনি। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে কোহিনূর কেমিক্যালসের। জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস আকারে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২ পয়সা ও এনএভিপিএস ৫১ টাকা ৯৩ পয়সা। ডিএসইতে বৃহস্পতিবার কোহিনূর কেমিক্যালসের শেয়ার দর দশমিক ১১ শতাংশ কমে সর্বশেষ ৩৭৮ টাকা ১০ পয়সায় হাত বদল হয়। সমাপনী দর ছিল ৩৭৮ টাকা ৯০ পয়সা। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৩৬৫ টাকা ও সর্বোচ্চ দর ৪৭২ টাকা ৫০ পয়সা।
×