ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কিনেছেন শাফিন

প্রকাশিত: ০৬:৩৭, ২৮ জানুয়ারি ২০১৯

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কিনেছেন শাফিন

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন করেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। এছাড়াও একই পদে দল থেকে ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়। সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। এর আগে, রবিবার (২৭ জানুয়ারি) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। দুইদিনে এরইমধ্যে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এছাড়া সংরক্ষিত আসনে ১ জন মাহিলা কাউন্সিলর প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। খন্দকার দেলোয়ার জালালী জানান, আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ফরম বিতরণ করেন জাতীয় পার্টি মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন। প্রসঙ্গত, ব্যান্ডদল মাইলসের ভোকাল শাফিন আহমেদ। দেশের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় তিনি। এবার সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও নেমেছেন। এর আগে তিনি ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন। সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ।
×